ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৪ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, “সাম্য ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা। তাকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, “ছাত্রদলকে টার্গেট করে একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।”
তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাম্য হত্যার পর যে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন, তারও পদত্যাগ দাবি করছি।”
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :