বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সমাজবিজ্ঞান সম্মেলন। “Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities” শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন হয় বুধবার (১৪ মে) সকালে রংপুর শহরের আর কে রোডস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে।
সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “এই সম্মেলনের মাধ্যমে গবেষণা ও উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি আরও সুদৃঢ় হবে। জাতীয় ও আন্তর্জাতিক গবেষকদের পারস্পরিক জ্ঞান বিনিময় সমাজবিজ্ঞানের প্রসারে বড় ভূমিকা রাখবে।”
সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রথম দিনে ৬টি সেশনে ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নদী সমস্যাসহ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, আইএফএফডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের নির্বাহী পরিচালক ড. পরশ খারেল।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী প্রফেসর লিসেল রিচি। তিনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
সম্মেলনের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, “এই আয়োজন গবেষণায় গতি আনবে এবং নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করবে।”
সম্মেলনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :