ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৩, ২০২৫, ০২:৫০ পিএম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে।

ফলাফল দেখার পদ্ধতি

ফলাফল জানা যাবে ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে।

> শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।

> পরীক্ষার্থীরাও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট বা উপরের ঠিকানায় গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

> মোবাইল থেকে ফল জানতে নির্ধারিত শর্ট কোড 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

পরীক্ষা ও অংশগ্রহণের তথ্য

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয় স্থগিত থাকায় পরীক্ষার সময় কিছুটা দীর্ঘ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
দেশব্যাপী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী অংশ নেয়নি, ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

 

একুশে সংবাদ/এ.জে

Side banner
Link copied!