ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচন পেছালো, নতুন তারিখ ১৬ অক্টোবর ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:১১ পিএম রাকসু নির্বাচন পেছালো, নতুন তারিখ ১৬ অক্টোবর ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি রাকসু নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় জনবল ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাকসু নির্বাচনের আগে চারটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রায় ৬০ শতাংশ ভোটার বাড়ি চলে গেছে এবং ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই। তারা দাবি করেন, পরিবেশ ফিরিয়ে আনা না হলে নির্বাচন কার্যত অংশগ্রহণমূলক হবে না। এছাড়া, ছাত্রদল সমর্থিত প্যানেলও দুর্গাপূজার পর নির্বাচন করার দাবি জানিয়েছিল।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছনার শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। ফলে বেশিরভাগ বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল থেকে শিক্ষকরা মানববন্ধন করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান, আর কর্মচারীরাও বুদ্ধিজীবী চত্বরে অবস্থান গ্রহণ করেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!