ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:১৬ পিএম চাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক তালিকা অনুযায়ী জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী ও একজন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী রয়েছেন। তবে নির্বাচন কমিশনের ভাষ্য, এটি চূড়ান্ত তালিকা নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থী সংখ্যা আরও কমতে পারে। অন্যদিকে প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরাও আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

এবার কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৯৩১ জন তা জমা দেন। ভিপি পদে জমা পড়েছে ২৫টি, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপত্তি ও যাচাই-বাছাই শেষে আগামীকাল বা পরশুদিন প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত সংগঠনসহ ইতোমধ্যে শিক্ষার্থীরা অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!