ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:৪৭ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন কার্যকর হবে। বিষয়টি রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

তিনি জানান, শাটডাউন কার্যকর থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সম্পর্কিত কার্যক্রম, পানি, বিদ্যুৎ এবং পরিবহন সেবা চলবে।

এ বিষয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন চলে আসছিল।

মোক্তার হোসেন জানান, "বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রবিবার পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে না দেওয়ায় আমরা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।"

শাটডাউনের ফলে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রশাসনিক কার্যক্রম সীমিত থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!