ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

ক্যাম্পাস প্রতিনিধি | সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:০১ পিএম চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে আগামী ১৫ অক্টোবর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিশনের ভাষ্য, প্রার্থীদের অনুরোধেই নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা যায়, জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং একজন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্র ও হল সংসদের জন্য মোট ১,১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে জমা পড়েছে ৯৩১টি মনোনয়নপত্র। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ২৫টি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২টি করে মনোনয়নপত্র দাখিল হয়েছে।

চলতি নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবরই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত চাকসু নির্বাচন।

উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!