ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া

কালের সমাজ | বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৪, ০৩:৫৯ পিএম দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। পর্দায় নিজের পছন্দসই যেকোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই গুণী অভিনয় শিল্পী।জয়ার সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতা ধারাবাহিক ভাবে ভক্তদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ঢালিউড-টালিউডে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর বাজিমাত করেছেন বলিউডেও। এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া।

চলতি বছরের মার্চে একটি সিরিজে অভিনয়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এ সিরিজের মাধ্যমেই দেশি ওটিটিতে অভিষেক হওয়ার কথা ছিল তার। তবে সেটির তেমন কোনো অগ্রগতি ছিল না।

কিন্তু বছরের শেষ দিকে জয়া জানালেন, শিগগিরই সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। সিরিজটির শিরোনাম ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে জয়া বলেন, সিরিজের কাজটা আরো আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।

জানা গেছে, ‘জিম্মি’-তে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। এ দিকে গত কয়েক বছর বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে তাকে। তাই স্বাভাবিকভাবেই অনেকের ধারণা, নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন জয়া।

বিষয়টি খোলাসা করে অভিনেত্রী বলেন, আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই এবং একাজ শেষ হলে ঢাকায় ফিরে আসি। কিন্তু মানুষ ভাবে, বেশিরভাগ সময় সেখানেই থাকি আমি।

কালের সমাজ/এস কে

Side banner

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!