ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বৈষম্য নিয়ে মুখ খুললেন মালাইকা

বিনোদন ডেস্ক | ডিসেম্বর ৬, ২০২৫, ০২:০৩ পিএম বৈষম্য নিয়ে মুখ খুললেন মালাইকা

নারী-পুরুষের বৈষম্য নিয়ে কথা বললেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা। নিজের জীবন নিয়ে তাকে কম কটাক্ষ সইতে হয়নি। সে সময়েও তাকে লিঙ্গবৈষম্যের শিকার হতে হয়েছে। সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন এই নায়িকা।

মালাইকা বলেন, প্রতিদিন আমার জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। কী করছি, কেন করছি- তা নিয়ে প্রশ্নও ওঠে। এদিকে, বিবাহবিচ্ছিন্ন কোনো পুরুষ দ্বিতীয়বার তার অর্ধেক বয়সী কোনো নারীকে বিয়ে করলে পিঠ চাপড়ানো হয়। অথচ একই কাজ নারী করলে, কেন করছো বা এ রকম কাজ কি আদৌ করা উচিত-এমন কথা বলতে থাকেন সবাই।

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময় লাগাতার কটাক্ষ সহ্য করতে হয়েছে মালাইকাকে।

Malaika Arora: To me, ‍‍`own it‍‍` means showing up as yourself without  apologies

নাম না বললেও মালাইকা যে আরবাজকেই উদ্দেশ্য করে বলেছেন, সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই বুঝেছেন সবাই। কারণ, যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার পর আরবাজ দ্বিতীয় বিয়ে করেছেন তার অর্ধেক বয়সী সুরা খানকে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!