ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

২৫ বছর পরে তৈরি হচ্ছে ‘নায়ক-২’, দেখা যাবে অনিল কাপূরকে?

বিনোদন ডেস্ক | জানুয়ারি ৫, ২০২৬, ০৩:০০ পিএম ২৫ বছর পরে তৈরি হচ্ছে ‘নায়ক-২’, দেখা যাবে অনিল কাপূরকে?

শিবাজী রাওকে মনে আছে? ২৫ বছর আগে যার চোখা প্রশ্ন অভিভূত করেছিল দর্শককে। ২০০১-এ মুক্তি পেয়েছিল অনিল কাপূর অভিনীত বলিউড ছবি ‘নায়ক: দ্য রিয়েল হিরো’। রানি মুখার্জির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। এতগুলো বছর পরে এবার তৈরি হবে ‘নায়ক-২’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

নতুন ছবিতে কাকে দেখা যাবে, সেই বিষয়ে কিছুই এখনও খোলসা করা হয়নি। তবে বলিউড সূত্রে খবর, নতুন ছবি প্রযোজনার দায়িত্বে থাকবেন অনিল কাপূরই। পরে অবশ্য এই খবর নিশ্চিত করেছেন পরিচালক দীপক মুকুট।

তিনি বলেছেন, এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তবে এটা ঠিক যে, এই ছবিটিতে সহ-প্রযোজক হিসাবে থাকবেন অনিলজি।

উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের ধারা পরিবর্তন করেছেন অনিল। সেই অনুযায়ী বেছে বেছে কাজ করেন তিনি। ২৫ বছর আগে যখন ‘নায়ক’ মুক্তি পেয়েছিল, সে সময় বক্সঅফিসে বিপুল সাড়া ফেলেছিল এই ছবি। ফলে ছবির দ্বিতীয় অধ্যায়ের খবর নিয়েও খুব উত্তেজিত দর্শক।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!