ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

তিশার অডিশন ভীতি

বিনোদন ডেস্ক | জানুয়ারি ৯, ২০২৬, ০১:০২ পিএম তিশার অডিশন ভীতি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের এক অদ্ভুত ভীতির কথা জানালেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ তাসনুভা তিশা।

তিশা জানান, শুটিংয়ের পরিবেশ বা লাইট-ক্যামেরার সেট ছাড়া চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না। এ কারণে অডিশন দিতে গেলেই নার্ভাস হয়ে পড়েন অভিনেত্রী।

তিনি বলেন, আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।

May be an image of one or more people, henna and wedding

এছাড়া তিনি আরো জানান, সম্প্রতি তাকে শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি তার। কারণ শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না।

তিশা জানান, বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

No photo description available.

সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!