ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার সকালে মিয়ানমার সীমান্তঘেঁষা চান্দেল জেলার নিউ সমতল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি ইউনিট স্পিয়ার কর্পসের তত্ত্বাবধানে খেনজয় তেহসিলে অভিযান চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র ব্যক্তিরা। পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ১০ জন। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এখনও এলাকাটিতে যৌথ অভিযান চলছে।
এর আগে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। দেশটির দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। এর জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সীমান্তে হামলা চালায় বলে দাবি করেছে ইসলামাবাদ।
সীমান্ত উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :