ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৫, ০১:১৪ পিএম স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


পোস্টে তিনি লিখেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজকের উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।”


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে বিতর্ক ও আলোচনা চলছিল। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো হবে দলমুক্ত, যা স্থানীয় নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!