প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে এক নতুন ধরনের চ্যালেঞ্জ, যা প্রচলিত অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি তৈরি করতে পারে।
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এআইয়ের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, ভুয়া কনটেন্ট তৈরি কিংবা জনমত প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।”
তিনি জানান, নির্বাচন কমিশন এ ধরনের হস্তক্ষেপ ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং নিরাপদ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে সিইসি বলেন, “নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আমরা চাই জনগণ যেন দিনের আলোতেই ভোট দিতে পারে, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
উক্ত মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
কালের সমাজ//হ.র
আপনার মতামত লিখুন :