ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

রোববার এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৮, ২০২৫, ০৩:২৬ পিএম রোববার এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ নিয়ে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হবে।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ ৫২০–এ বিকেল ৩টায় বৈঠকটি শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও এনআইডি, ভোটার তালিকা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে—জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রক্রিয়া নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) হালনাগাদ করা; ভোটার নিবন্ধন ও এনআইডি প্রস্তুতের নীতিমালা পর্যালোচনা; দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া পরিমার্জন;বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার তালিকাভুক্তি সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারণ; এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়।

ইসির কর্মকর্তারা জানান, সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমে কিছু কাঠামোগত পরিবর্তন আনার সম্ভাবনাও রয়েছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!