বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উপজেলা পরিষদের মাসিক কার্যক্রম এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান এবং জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা, স্থানীয় সাংবাদিক নাজমুল হক মুন্না ও গোলাম মোস্তফা আকাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ//র.ন


আপনার মতামত লিখুন :