কর্মীদের পোশাকসংক্রান্ত পরামর্শমূলক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত পরিবেশ ও দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় মার্জিত ও শালীন পোশাক পরিধানের জন্য স্ব স্ব বিভাগীয় সভায় পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এটি নীতিগত কোনো সিদ্ধান্ত ছিল না এবং এ সংক্রান্ত কোনো অফিসিয়াল সার্কুলারও জারি করা হয়নি।
তিনি আরও জানান, গণমাধ্যমে এ বিষয়টি প্রকাশিত হওয়ার পর বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টিতে আসে এবং তিনি এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। গভর্নরের নির্দেশনায় সঙ্গে সঙ্গে ওই পরামর্শমূলক সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, ব্যাংকের নারী কর্মীদের ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিধান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়নাসহ পেশাদার ও শালীন পোশাক পরার কথা বলা হয়।
পুরুষ কর্মীদের ক্ষেত্রেও ফরমাল শার্ট ও প্যান্ট পরিধানের পরামর্শ দেওয়া হয় এবং জিনস কিংবা গ্যাবার্ডিন জাতীয় পোশাক পরিধানে নিরুৎসাহিত করা হয়।
তবে বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক ব্যাখ্যায় জানানো হয়, এটি ছিল একটি পরামর্শমূলক দিকনির্দেশনা। মূলত অফিস পরিবেশে অতিরিক্ত কারুকার্যময় পোশাক পরা নিরুৎসাহিত করাই এর উদ্দেশ্য ছিল। এতে করে কর্মীদের পোশাকের স্বাধীনতা খর্ব হবে না বলেও জানানো হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :