মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (US Geological Survey)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।
খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণে। ভূগর্ভের মাত্র ২০.১ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়, যা অপেক্ষাকৃত অগভীর হিসেবে বিবেচিত।
ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও উপদ্বীপজুড়ে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, “সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে।”
সতর্কবার্তায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহরের ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগর উপকূলে এই সতর্কতা বলবৎ থাকবে।
তবে তাৎক্ষণিকভাবে আলাস্কার বাইরের অঞ্চলে সুনামি সতর্কতার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আলাস্কা বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত।
১৯৬৪ সালের মার্চ মাসে আলাস্কায় ৯ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে নথিভুক্ত। সে সময় অ্যানকোরেজ শহর প্রায় ধ্বংস হয়েছিল এবং বিশাল সুনামি আঘাত হেনেছিল আলাস্কা উপসাগর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও হাওয়াই দ্বীপপুঞ্জে। প্রাণ হারিয়েছিলেন ২৫০ জনের বেশি।
সাম্প্রতিক সময়ে ২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কার উপদ্বীপে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যদিও তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এবারের ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির ঝুঁকিতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :