ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে বলেন, “বুধবার রাতে কুতের একটি প্রধান শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।” তবে কতজন নিহত, আর কতজন আহত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও, গভর্নর জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে ওই ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।”
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :