ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি সূত্র জানায়, খসড়া তালিকায় যুক্ত হয়েছে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, যা উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে টানিয়ে দেবেন। সংশোধনের জন্য দাখিল করা আবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :