ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ভোটকেন্দ্রে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডিক্যাম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ১১:০৬ এএম ভোটকেন্দ্রে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডিক্যাম

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানা প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়ার্ন (বডিক্যাম) ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় ভোটকেন্দ্র নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ।

সরকার এই বডিক্যাম ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রে পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার পরিকল্পনা করেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!