ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজে পুরস্কার ঘোষণা করবে সরকার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ০২:২৭ পিএম পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজে পুরস্কার ঘোষণা করবে সরকার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানের জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান।

তবে, কত টাকা পুরস্কার দেওয়া হবে তা এখনও নির্ধারণ হয়নি। উপদেষ্টা জানান, অস্ত্র উদ্ধারের জন্য একটি সার্কুলার জারি করা হবে এবং পুরস্কারের পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পুরস্কারের বিস্তারিত ঘোষণা মিডিয়ায় দেয়া হবে।

তিনি বলেন, “যে কেউ যদি লুট হওয়া অস্ত্রের তথ্য দিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী সরকার পতনের সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের অন্যান্য স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়ে যায়। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনও ৭০০টির বেশি লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি।

সরকার এই অস্ত্র উদ্ধারে দ্রুততার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!