রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন আন্তর্জাতিক উদ্যোগগুলো নিয়ে আজ রবিবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে চারটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এসব সম্মেলন সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন।
আসছে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনের এই আয়োজনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শরণার্থী শিবির প্রদর্শনী এবং পাঁচটি কর্ম অধিবেশন থাকবে। কর্ম অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানো
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে আশার সঞ্চার
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জবাবদিহি নিশ্চিত করা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খোঁজা
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশের মিশনের প্রতিনিধিরা, জাতিসংঘ সংস্থা, রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রতিনিধি এবং প্রবাসী রোহিঙ্গা নেতারা অংশ নেবেন।
এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে এবং ৬ ডিসেম্বর কাতারের দোহায় রোহিঙ্গা বিষয়ক আরও দুটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজকের ব্রিফিংয়ে বিদেশি মিশনপ্রধানদের এ সব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনা হত্যাযজ্ঞ ও নির্যাতনের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। গত আট বছর ধরে দেশে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করছেন। তবে বৈশ্বিক নানা সংকট ও মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে, কমেছে মানবিক সহায়তাও। এ অবস্থায় নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে বাংলাদেশ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :