ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ১২:৩৩ পিএম মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে অসুস্থ হওয়ার পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

গতকাল (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নুসরাত ইমরোজ তিশা বলেন, “কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশগ্রহণের সময় স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছি।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!