সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত কাজীপুর গড়ার প্রত্যয়ে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল ছয়টা থেকে কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাউইখোলা গোলাপ বাজার, পার্শ্ববর্তী এলাকা ও ঐতিহ্যবাহী গান্ধাইল বড়বাজারে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা আমীর অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার (স্বপন), গান্ধাইল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এনামুল হক, প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাউসার জাহান, স্থানীয় জামায়াত নেতা আসাদ উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে মাওলানা শাহিনুর আলম বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি জানান, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কোনো ধরনের অন্যায় হলে ব্যবসায়ীরা দ্রুত জানালে দলীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
এ ছাড়াও তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :