ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কিশোরগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় পরিসংখ্যানবিদ নিহত

কালের সমাজ | তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ ব্যুরো আগস্ট ১৭, ২০২৫, ০৪:৪৪ পিএম কিশোরগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় পরিসংখ্যানবিদ নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় বাজরা-তারাকান্দি সড়কের বাজরা স-মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন (২৮) জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি এলাকার চান মিয়ার ছেলে। জয়নাল আবেদীন কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসাবে কর্মরত ছিলেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার সকাল ১০টার দিকে জয়নাল আবেদীন প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে তার কটিয়াদীর বাড়ি থেকে কর্মস্থল কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে কুলিয়ারচরের বাজরা-তারাকান্দি সড়কের বাজরা স-মিলের কাছে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়নাল আবেদীনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!