ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের বায়তুল আমান ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ ও আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. আমানুল্লাহ খান, বেদওয়ান মিয়া সৌরভ, সাইফ আহমেদ শুভসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সূচনালগ্ন থেকেই একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং প্রশাসনিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। এই দ্বৈত কাঠামোর কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম সমন্বয়হীনতা দেখা দিয়েছে। ফলে শিক্ষা কার্যক্রমে নানামুখী জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তারা আরও বলেন, এই অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্বাধীন ও স্বতন্ত্র কাঠামো। এজন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি মডেলে কলেজটির পূর্ণ স্বতন্ত্রতা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ ব্যর্থ হলে তারা আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য, মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সচেতনতা সৃষ্টি করেন।
কালের সমাজ/বি.ফ./ সাএ
আপনার মতামত লিখুন :