ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইবির নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

কালের সমাজ | ইবি প্রতিনিধি জুলাই ৪, ২০২৫, ০৮:৪০ পিএম ইবির নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।


পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।


প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, “সময়মতো কাজ শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের সহযোগিতায় আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন হবে।”


অতিরিক্ত সচিবের পরামর্শ প্রসঙ্গে তিনি আরও জানান, “কাজের গতি বাড়িয়ে দ্রুত শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন তিনি। একইসাথে কাজের মান বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।”


কারের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!