ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ইবি শিক্ষক

কালের সমাজ | ইবি প্রতিনিধি জুলাই ৫, ২০২৫, ০৬:১১ পিএম যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ইবি শিক্ষক

নৈতিকতা লঙ্ঘন, যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহাসহ নানা অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

 

অফিস আদেশে বলা হয়, বিভাগের একাধিক শিক্ষার্থী ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি, অশালীন ও অনাকাঙ্ক্ষিত আচরণ, ক্লাসে শিক্ষার্থীদের পোশাক ও শারীরিক গঠন নিয়ে অশোভন মন্তব্য এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোতে ভিডিও কলে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেন। অভিযোগগুলো বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়।

 

এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ জুলাই থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-ফিকাহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। তদন্ত কমিটিকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, ৩ জুলাই বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। সেখানে তাঁরা সাতটি সুনির্দিষ্ট অভিযোগে পেশাগত অসদাচরণ, নৈতিকতা লঙ্ঘন, যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো উল্লেখ করেন।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!