ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালনে ইবি শিক্ষার্থীদের ব্যাপক কর্মসূচি ঘোষণা

কালের সমাজ | ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি জুলাই ৪, ২০২৫, ০৮:২৪ পিএম জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালনে ইবি শিক্ষার্থীদের ব্যাপক কর্মসূচি ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট বিপ্লবকে স্মরণ রেখে মাসব্যাপী বর্ষপূর্তি পালনে ‘লাল ব্যাচ’ পরিধান, সংগ্রহশালা উদ্বোধন ও ডকুমেন্টারি প্রদর্শন-সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


গত বুধবার (২ জুলাই) জুলাই-আগষ্ট বার্ষিকী পালনের বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এসব কর্মসূচিসমূহ গৃহীত হয়। এসময় বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম সহ কমিটির বিভিন্ন পর্যায়ের ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।  


গৃহীত কর্মসূচির মধ্যে- ২ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ‘লাল ব্যাচ’ পরিধান, ১২ জুলাই দুপুর ১২টায় জুলাই আগষ্ট সংগ্রহশালা উদ্বোধন, ১৬ জুলাই বেলা ১১টায় শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান, ২ আগষ্ট থেকে ৪ আগষ্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই-আগষ্ট আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা।


এছাড়া ৩ আগষ্ট সকাল ১০টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংহতি দিবস উপলক্ষে আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দুপুর ১২টায় প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে ৬ আগষ্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিতকরণ, ৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি, ৫ আগষ্ট সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে।


উল্লেখ্য, এর আগে ২ জুলাই শহীদদের স্মরণে দোয়া মোনাজাত, বৃক্ষরোপণ ও আহতদের বিশেষ অনুদান প্রদান করা হয়। উপরোক্ত কর্মসূচির বাইরে বিভাগ ও হলসমূহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে পারবেন।


কারের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!