ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৫, ০২:০৪ পিএম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ।


বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান উপস্থাপন করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।


ফলাফলে দেখা যায়, মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।


পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। এ বছর পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র দুই মাসেই ফল প্রকাশ করলো কর্তৃপক্ষ। এবার ফলাফল প্রস্তুত করা হয়েছে শিক্ষার্থীদের উত্তরপত্রের বাস্তব মূল্যায়নের ভিত্তিতে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!