ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

‘সাবা’ বাদ, ক্ষোভ ঝাড়লেন নির্মাতা রাজীব

বিনোদন ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৩ এএম ‘সাবা’ বাদ, ক্ষোভ ঝাড়লেন নির্মাতা রাজীব

সিনেমা ‘সাবা’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ালেও অস্কারের দৌড়ে জায়গা পায়নি। বরং বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ‘সাবা’ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব।

আগামী বছর অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি সিনেমা পাঠানো হয়। এবারের নির্বাচিত ছবি ‘বাড়ির নাম শাহানা’—এমন ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি। ঘোষণার পরপরই ফেসবুকে হতাশা প্রকাশ করেন রাজীব।

তিনি লিখেন, “একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বড় বড় আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, অথচ দেশের অস্কার কমিটি তাকে গুরুত্বই দেয় না—এটা হতাশাজনক। ‘বাড়ির নাম শাহানা’ হয়তো ভালো ছবি, তবে যদি লক্ষ্য হয় অস্কারে দেশের প্রতিনিধিত্বকে শক্তিশালী করা, তবে ‘সাবা’ ছিল আরও যোগ্য প্রার্থী।”

কমিটির সিদ্ধান্তকে একহাত নিয়ে রাজীব আরও যোগ করেন, “তাদের কার্যকলাপ দেখে মনে হয়, আমাদের কমিটিগুলো প্রকৃত উদ্দেশ্যে কাজ করে না। শিল্প-সংস্কৃতি কীভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে হয়, সেই কৌশলই আমরা বুঝি না। ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিই বলেই আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ হয়েই আছি।”

রাজীবের সমালোচনায় সায় দিয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি মন্তব্য করেন, “আমি রাজীবের সঙ্গে একমত। ব্যক্তিগতভাবে আমার কাছে ‘সাবা’ ছবিটিই বেশি ভালো লেগেছে।”

এদিকে, ‘বাড়ির নাম শাহানা’ সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। এতে একজন তালাকপ্রাপ্ত নারীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। ছবিটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও মুম্বাইয়ের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!