ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৩, ২০২৫, ১০:১৩ এএম গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের সামনে অপেক্ষমাণ অবস্থায়। শনিবার (১২ জুলাই) দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এসব সংগঠন বলছে, ত্রাণকেন্দ্রের মতো স্থানে হামলা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের শামিল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চলতি মে মাসের শেষদিক থেকে জিএইচএফ-এর ত্রাণ কার্যক্রম শুরু হওয়ার পর এসব কেন্দ্রের আশেপাশে হামলায় এখন পর্যন্ত ৮০০-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।


আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগরান জানান, নিহতদের বেশিরভাগই মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে।

এছাড়া, গাজার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। তুফাহ এলাকায় জাফফা স্ট্রিটে একটি বাড়িতে বোমা হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। জাবালিয়ার দুটি আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন ১৫ জন। শাতি শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন আরও সাতজন।

উত্তর গাজার বেইত হানুন এলাকায় প্রায় একযোগে ৫০টির মতো বোমা ফেলা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইসরায়েল দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা গাজায় ২৫০টিরও বেশি হামলা চালিয়েছে। পাশাপাশি তারা খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে, যদিও জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বারবার দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করছে।


গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে অপুষ্টিতে মারা গেছে ৬৭ শিশু। বর্তমানে আরও ৬ লাখ ৫০ হাজার শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

মিডিয়া অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, গত তিন দিনে খাদ্য ও ওষুধের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!