ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই ঘোষণা দিয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর ঠিক আগে এ সিদ্ধান্ত জানাল প্যারিস।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে এই ঘোষণা আসে। ফ্রান্সের এই অবস্থান এমন এক সময়ে প্রকাশ পেল, যখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান তীব্র আকার ধারণ করেছে।
সেই দিন ভোর থেকে গাজায় ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৩০ জনই গাজা নগরীর বাসিন্দা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, আল-আকসা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান, আর ফ্রান্স সেই নীতির পক্ষেই অটল।
এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তাদের পরদিন একই ঘোষণা দেয় পর্তুগাল। আর চলতি বছরের মার্চে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল মেক্সিকো। এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সোমবার নিউইয়র্কে শুরু হচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :