ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

শেকৃবিতে প্রাইম ব্যাংকের উদ্যোগে তরুণদের আর্থিক ক্ষমতায়ন বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৬ পিএম শেকৃবিতে প্রাইম ব্যাংকের উদ্যোগে তরুণদের আর্থিক ক্ষমতায়ন বিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে। এই সেমিনার প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’–এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল ও ইসলামিক ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “টেকসই উন্নয়ন ও তরুণদের ক্ষমতায়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তির বিকল্প নেই।” বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং আউটরিচ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান ও নেতৃত্বগুণ অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এইচআর) জিয়াউর রহমান তার বক্তব্যে তরুণদের ক্যারিয়ার গঠন, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন ব্যাংকের যুবউন্নয়নমূলক কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এম এম মাহবুব হাসান প্রাইম ব্যাংকের তিন দশকের অগ্রগতি, আর্থিক সাক্ষরতার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।

সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার যৌথ সহযোগিতা এবং শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগ, গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বিশেষভাবে আলোচিত হয়। প্রাইমএকাডেমিয়া–এর আওতায় প্রাইম ব্যাংক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, বেতন-ভাতা ব্যবস্থাপনা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড অ্যাকাউন্ট সুবিধা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাইম ব্যাংকের কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনটি তরুণদের উৎসাহিত করেছে যাতে তারা আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় অগ্রগতির সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারে।

কালের সমাজ // র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!