গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পান্নু ফুটবল একাডেমির আয়োজনে দোয়া ও ইফতার মহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) মুকসুদপুর কেজি স্কুল মাঠে, মুকসুদপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পান্নু ফুটবল একাডেমির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম পান্নুর আয়োজনে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যাক্তিত্ব শামচুল হুদা হুদু সহ ফরিদপুর জেলার বিশিষ্ট ফুটবল রেফারি সাইফ দহা, খুলনা জেলার ক্রীড়াবিদ মাহফুজ বাবু, মুকসুদপুর উপজেলার খ্যাতিমান ক্রীড়াবিদ হায়দার রহমান ফটু, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, মুকসুদপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হায়দার আলী নিশাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক মোঃ বাদশাহ মিয়া উপস্থিত ছিলেন।
ইফতার শেষে মুকসুদপুর পান্নু ফুটবল একাডেমি ঢাকা পাওনিয়ার ফুটবল লীগে অংশগ্রহণের ঘোষনা দেন।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :