চট্টগ্রাম জেলারা লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ (১৩) পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার আবছারের ছেলে। জানা গেছে,পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামে আসে আবেদ(১৪)।
শুক্রবার দুপুরে কিশোর আবেদ গোসল করতে গিয়ে বাড়ির পাশে সিকদার দিঘীর পানিতে পড়ে যায়। এলাকার লোকেরা পুকুরে আবেদকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। আবেদ একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, শিশু আবেদ শহর থেকে গ্রামে এসে পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :