কয়রায় কারিতাসের ডিআইডিআরএম প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী সদস্যদের অংশ গ্রহনে দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক এক কর্মশালা গতকাল সোমবার (২৪ মার্চ) বেলা ১১ টায় বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমেনা খাতুনের সভাপতিত্বে এই কর্মশালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল আহাদ,সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, রবিউল ইসলাম, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, নুরুল ইসলাম খোকা, আবু সাঈদ মোল্যা, কামাল হোসেন, মাসুম বিল্লাহ মিন্টু, প্রধান শিক্ষিকা কেএম নাজমা খাতুন,কারিতাসের হাসিবুল হোসেন টুটুল, আব্দুল্যাহ আল সায়েম ,রিতা মন্ডল, সিমসন রমীও বিশ্বাস, সুদেব সরকার, দেলোয়ার হোসেন, এনজিও প্রতিনিধি নাজমুন্নাহার, ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী ,প্রতিবন্ধী সদস্য তরিকুল ইসলাম, হালিমা খাতুন, ফাতিমা খাতুন, আরাফাত হোসেন,শরিফুল ইসলাম মিল্টন প্রমুখ।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,এনজিও প্রতিনিধি সহ মহারাজপুর ইউনিয়নের প্রতিবন্ধী সদস্যরা অংশ গ্রহন করেন।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :