গোপালগঞ্জ ২ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সিনিয়র সদস্য ডাক্টার কে এম বাবর প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন, বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ দুই আসনের মাঝিগাতী, কাঠি, কাজুলিয়া, বনগ্রাম বলাকৈড়সহ বেশ কয়েকটি এলাকার দরিদ্র প্রায় এক হাজার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ্যে ঈদ সামগ্রী বিতরন করেন।।
বৃহস্পতিবার সকাল থেকে ট্রাকে করে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি এ ঈদ সামগ্রী মানুষের হাতে তুলে দেন।।
বাবর জানান- তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরো বেশি সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ জেলা বিএনপি৷। এছাড়া সারাদেশে ই ঈদকে সামনে রেখে আমাদের নেতাকর্মীরা সাধারন দরিদ্র মানুষের পাশে দাড়াতে নানান আয়োজন করেছেন, এরই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ্যে গোপালগঞ্জ দুই আসনের প্রায় এক হাজার দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে,, এসময় তাদের কাছে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :