জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ মোট ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পৃথক প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। এসময় ট্রাইব্যুনাল চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে সম্প্রতি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ তাদের উপস্থিত করা হয়।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :