ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের ২৩ জনের বিচার শুরু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০২৫, ০৫:২২ পিএম প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ শীর্ষ পর্যায়ের ২৩ জনের বিচার শুরু

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার বিচার শুরু হতে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের ছয় সদস্যসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।


রবিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলাগুলো বিচারের জন্য সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।


দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম জানান, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। তাদের আদালতে হাজির করতে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। এরপর বিচারক মামলাগুলো বিচার উপযোগী বিবেচনায় তা বিচারিক আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।


মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন— তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক।


অন্য ১৬ জন আসামির মধ্যে আছেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এবং রাজউকের একাধিক সাবেক ও বর্তমান সদস্য ও কর্মকর্তারা। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকেও।


দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল প্রকল্পে ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন। এ ঘটনায় গত জানুয়ারিতে এসব মামলা দায়ের করা হয়।


মামলাগুলো বিচারিক আদালতে বদলির মাধ্যমে এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!