দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়।
বার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে।
এ ধরনের অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :