ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে ইরানে নতুন করে হামলা চালানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু রোববার (২৭ জুলাই) রাতে এ তথ্য জানায়।
Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমি এখান থেকেই খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই—ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করলে, আমাদের হাত ফের তেহরানে পৌঁছাবে। তবে এবার আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে এবং আপনি ব্যক্তিগতভাবে আমাদের লক্ষ্য হবেন।”
এই বক্তব্য ইসরায়েলের জনপ্রিয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ প্রকাশ করেছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় বিমান হামলা চালায়, যার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। এরপর যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা করে।
১২ দিন স্থায়ী এই সংঘাত শেষ হয় ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত এক যুদ্ধবিরতির মাধ্যমে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :