ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কসংকেত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫, ১০:১১ এএম দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাতটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!