ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

কালের সমাজ | খুলনা প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ১২:০৯ পিএম খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

খুলনায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল (খরসন্ডা গ্রাম) এবং যাত্রী রীনা খাতুন (উত্তর কালিকাপুর গ্রাম) পরিচয় নিশ্চিত করা গেছে। তবে আরেকজন নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে খুলনা থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আবু রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!