ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

দীর্ঘদিনের আশ্বাসেও শুরু হয়নি কাজ, দুর্ভোগে পখিরা মোল্লা কান্দির মানুষ

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ১২:৫৩ পিএম দীর্ঘদিনের আশ্বাসেও শুরু হয়নি কাজ, দুর্ভোগে পখিরা মোল্লা কান্দির মানুষ

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পখিরা মোল্লা কান্দি এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তায় চলাচল করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উন্নয়নের আশ্বাস বহুবার দেওয়া হলেও এখনো শুরু হয়নি সংস্কার কাজ।

এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত রাস্তাটির সংস্কারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে পখিরা মোল্লা কান্দি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষসহ সর্বস্তরের জনসাধারণ। তারা বলেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

পখিরা যুব কল্যাণ সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ রোমান আহমাদ পখিরা বলেন, “আমরা বহুবার বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছি, অনুরোধ জানিয়েছি। কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধনে নেমেছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করা হোক।”

মানববন্ধনে স্থানীয় জনসাধারণ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!