বুধবার রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি তার বক্তব্যে দলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, `আমাদের দলীয় ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।`
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, ডাঃ আবদুল লতিফ এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রস্তাব করেন।
সভায় ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এসব কমিটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এই ধরনের সভা বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের একতা ও সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বিএনপি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিচিত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলীয় কর্মীরা উৎসাহ উদ্দীপনায় মেতে উঠার প্রস্তুতি নিচ্ছেন।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :