কিশোরগঞ্জ জেলা কারাগারে সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের (সহকারী প্রধান কারারক্ষী নং: ১২০০৪) রোকনুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট ২০২৫) কারারক্ষী মেহেদীর হাতে হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত কারারক্ষী হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন রোকনুজ্জামানকে। এতে তার হাত ও পা ভেঙে যায়,সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামান দীর্ঘদিন ধরে রিজার্ভের দায়িত্ব পালন করতেন কিশোরগঞ্জ জেলা কারাগারে। সেখানে তার সহকর্মীদের অভিযোগ, তিনি চাকরি জীবনে অধীনস্থদের সঙ্গে প্রায়শই দুর্ব্যবহার করতেন এবং রিপোর্ট ছাড়া কারও কথা শুনতেন না। এ কারণে ক্ষোভ থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামান বর্তমানে চিকিৎসাধীন আছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে রোকনুজ্জামান কিশোরগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম করে আসছে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :