সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভাকে সফল করার লক্ষ্যে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহঃ বার সকালে উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে এ যাত্রা শুরু করেন।
সভায় অংশ নিতে যাওয়ার সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে সংগঠনকে শক্তিশালী করার প্রয়াসে মাঠ পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে দলের ভুমিকা আরও সক্রিয় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা আরও বলেন, বিএনপির আন্দোলনকে বেগবান করতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। মতবিনিময় সভার মাধ্যমে নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হবেন।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :