‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরি, মো. নাজমুল হাসান তালুকদার (রানা), অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি মো. শামীম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সেলিম রেজা, জেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. জহুরুল হক মন্টু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলা ও ক্রীড়াঙ্গনের একজন প্রকৃত অভিভাবক ছিলেন। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। বিএনপি সবসময় ক্রীড়া উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, আজকের এই টুর্নামেন্ট তারই প্রতিফলন।”
অন্যদিকে বিশেষ অতিথি রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, “মাদক একটি পরিবার ও জাতিকে ধ্বংস করে। তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেই ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে।”
আয়োজকরা জানান, মাসব্যাপী এই টুর্নামেন্টে উত্তরবঙ্গের ১৬ জেলার ফুটবল দল অংশ নিচ্ছে। প্রতিদিন মাঠে থাকবে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর উপস্থিতি। তাদের প্রত্যাশা, এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :